‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এ গ্রিলসের সঙ্গে বিরাট-দীপিকা

0
6

ব্রিটিশ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস তাঁর শো ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’। এই শোতে বেশ কিছু দিন আগে বিয়ার গ্রিলসের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা গিয়েছিল। এই শো-এর পর মোদি জানিয়েছিলেন, এমন অ্যাডভেঞ্চারের সম্মুখীন তিনি কখনই হননি। তাঁর বিয়ার গ্রিলসের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লেগেছে। এরপর কিছু দিন আগে বিয়ার গ্রিলস রজনীকান্তের সঙ্গেও একটি পর্বে দেখা গিয়েছিল বিয়ার গ্রিলসকে।

গ্রিলসের সঙ্গে এবার জঙ্গল অভিযানে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে এই দুই তারকাই থাকছেন বিশেষ পর্ব। ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এর ১৪টি পর্বের শুটিং হচ্ছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং অক্ষয় কুমারের সঙ্গে ইতিমধ্যেই আরও ৩টি পর্বের শুটিং সেরে ফেলেছেন। এবার গ্রিলসের আরও দুই পর্বের জন্য আসছেন বিরাট এবং দীপিকা।

আরও পড়ুন-“বেচা সরকার সব বেচে দিচ্ছে, ওদের বাজেটে আগ্রহ নেই আমার”: কটাক্ষ পার্থর