আঁটসাঁটো নিরাপত্তার মধ্যে ঢাকায় চলছে পুরনিগমের ভোটগ্রহণ। শনিবার সকাল আটটায় শুরা হয়েছে, চলবে বিকেল চারটে পর্যন্ত।এবারই প্রথম পুরো ভোটগ্রহণ প্রক্রিয়াটি হচ্ছে EVM-এ।ফলে সাধারণ ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে।
ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।এছাড়া ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। ঢাকা উত্তরের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল গুলশানে এবং আওয়ামী প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা।
ঢাকা উত্তর ও দক্ষিণ পুরনিগমের মোট ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। হিংসাত্মক ঘটনা এড়াতে প্রায় ৫০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঢাকার নাগরিকদের ছবি-সহ পরিচয়পত্র নিয়ে রাস্তায় বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।শুক্রবার রাতে শহরজুড়ে তল্লাশি চালিয়ে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘সমস্ত পুলিশকর্মীকেই নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কোনওভাবে যাতে তাঁরা পক্ষপাতমূলক আচরণ না করেন সে বিষয়েও সর্তক করা হয়েছে। প্রকৃত ভোটারদের যাতে ভোট দিতে কোনও অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.




























































































































