“বেচা সরকার সব বেচে দিচ্ছে, ওদের বাজেটে আগ্রহ নেই আমার”: কটাক্ষ পার্থর

0
7
ফাইল চিত্র

“আমি সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। বাজেট শুনিনি। ওদের বাজেটে কোনও আগ্রহ নেই আমার। বলেছিল, ১৫ লাখ টাকা ফেরত দেবে। এখনও পারেনি।” শনিবার কেন্দ্রীয় বাজেটকে এভাবেই সমালোচনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এখানেই শেষ নয়। মোদি সরকারকে কটাক্ষ করে শিক্ষামন্ত্রী বলেন, “দেশে যা জমা ছিল সব বেচে দিতে চাইছে। এয়ার ইন্ডিয়া, এলআইসি সংস্থা বিক্রি করে দিয়েছে। ভারতীয় রেলের মতো লাইফ লাইনকেও বিক্রি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই সরকারের নাম বেচা সরকার।”

আরও পড়ুন-“ফাঁপা, স্লোগানধর্মী বাজেট, গোলি মার দো”, মোদি সরকারকে একযোগে তোপ