2021 বিধানসভা নির্বাচনের আগেই CAA নিয়ে বিজেপিকে বিপাকে ফেলতে কোমর বেঁধে নামছে নব গঠিত তৃণমূল উদ্বাস্তু সেল। আজ উদ্বাস্তু অধ্যুষিত নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল উদ্বাস্তু সেলের কর্মশালা অনুষ্ঠিত হল। সংসদে পাশ হওয়া CAA NPR ও NRC কতটা বিপদজনক এবং ভারতীয় সংবিধানের নাগরিকত্ব আইনের ধারা নিয়ে বিভিন্ন অঞ্চলের প্রায় এক হাজার কর্মীকে নিয়ে ট্রেনিং ক্যাম্প করা হয়। বর্তমান CAA-এর মধ্যে ভারতীয় নাগরিক যারা ভোটার তাদেরকে ফের নাগরিকত্বের আবেদন করতে বলার জন্য বিজেপিকে বেকায়দায় ফেলতে এই ট্রেনিং ক্যাম্পে বিভিন্ন কৌশল শেখানো হয়। উদ্বাস্তু পরিবারের লোকেরা চাকরিতে যোগদানের সময় নিজেকে ভারতীয় নাগরিক ডিক্লেয়ার দিয়েছেন এখন তাদেরকে বিদেশি হিসাবে নাগরিকত্বের আবেদন করতে বলে চাকরি নষ্ট করতে চাইছে বিজেপি। নাগরিকত্ব প্রদানের নামে বিদেশী আবেদনপত্রে স্বাক্ষর করিয়ে সাধারণ মানুষদের ভোটার কার্ড রেশনকার্ড আঁধার কার্ড পাসপোর্ট নষ্ট করতে চাইছে বিজেপি। তৃণমূল উদ্বাস্তু সেলের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য বলেন জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে নাগরিকত্ব রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস মানুষের বাড়ি বাড়ি গিয়ে (CAA) নাগরিকত্ব সংশোধনী আইনের ভয়াবহতা প্রচার করবে। জনগণনার নামে NPR-এর ফর্মে বাবার জন্মস্থান জানতে চাওয়া হচ্ছে। বাবার জন্মস্থান নির্ণয় করে বিজেপি কৌশলে উদ্বাস্তুদের বিদেশী বানানোর চক্রান্ত করছে। সাধারণ মানুষ আতঙ্কিত। বর্তমান CAA-2019 নাগরিকত্ব দেয়নি বরং নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, CAA NPR NRC মারাত্মক ভয়ঙ্কর এই শিরোনামে লক্ষ লক্ষ লিফলেট ছাপানো হয়েছে। এই লিফলেট নিয়ে তৃণমূল উদ্বাস্তু সেলের সদস্যরা প্রতিটি বিধানসভায় প্রচার করবে। এদিনের কর্মশালায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পৌর প্রধান শিবু বাইন, সভানেত্রী বর্ণালী দে, ও পিন্টু দত্তসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































