নিসপাল পরিবারে সুখবর শোনালেন কোয়েল

0
6

নিসপাল সিংয়ের পরিবারে সুখবর। টলিপাড়ায় খুশির হাওয়া। মা হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামী নিসপালের সঙ্গে ছবি দিয়ে এই খবর জানিয়েছেন স্বয়ং অভিনেত্রী।

নিসপাল সিং রানের সঙ্গে ছবি দিয়ে কোয়েল লেখেন, নিজের ভিতরে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনেছেন। গ্রীষ্মেই আসছে তাঁদের সন্তান। ইনস্টাগ্রামের ছবিতে তিনি লেখেন, “দিন কাটছে লাথি, ঘুষি ও নড়াচড়ায়। নিজের মধ্যে নতুন জীবনের স্পন্দন শুনতে পাচ্ছি। রূপোলি উল বুনছে আমার জীবন। গ্রীষ্মেই ভূমিষ্ঠ হতে চলেছে আমাদের সন্তান”।’

এই খবর প্রকাশ্যে আনতেই দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন সকলে। ২০১৩-তে সাতপাকে বাঁধা পড়েন কোয়েল এবং রানে। একসঙ্গে কেটে গিয়েছে সাতটি বছর। এবার তাঁদের জীবনে আসতে চলেছে আরও এক সদস্য।
‘সাগরদ্বীপে যকের ধন’ ছবিতে শেষ দেখা গিয়েছে কোয়েলকে। ছবিতে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যায় তাঁকে। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী। ২০১৯-এর পুজোর সময়ে মুক্তি পায় ‘মিতিন মাসি’। মহিলা গোয়েন্দার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়।

আরও পড়ুন-KMC vote 85: তিনি “না” বলেন না, তাই মানুষও “না” বলে না দেবাশিসকে