যক্ষা হারলে, দেশ জিতবে: নির্মলা

0
3

দেশ থেকে যক্ষা নির্মূল করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাজেটে সে বিষয়টি নজর দেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে দেশকে যক্ষা-মুক্ত করার লক্ষ্য ধার্য করা হয়েছে। এর জন্য ২০০০ ধরনের ওষুধ সরবরাহ করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “যক্ষা হারলে, দেশ জিতবে”।

আরও পড়ুন-গেরুয়া-হলুদ শাড়ি পরে বাজেট পেশ নির্মলার