গত বছরেই কেন্দ্র জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছে। একটি জম্মু-কাশ্মীর অন্যটি লাদাখ। ২০২০ বাজেটে জম্মু-কাশ্মীরের উন্নতির জন্য সরকারের বরাদ্দ প্রস্তাব ৩০ হাজার ৭০০ কোটি টাকা। আর লাদাখের জন্য ৫ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। দুটি রাজ্যকে গড়ে তোলার জন্য এই পদক্ষেপ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক হবে বলে অর্থমন্ত্রীর আশা।