জিএসটি থেকে লাভ কত? অর্থমন্ত্রী সংসদকে জানালেন, আগামী এপ্রিল মাস থেকে জিএসটি রিটার্ন আরও সহজ করা হচ্ছে। এর ফলে সরকারের কোষাগারে এসেছে ১লক্ষ কোটি টাকা। এতে যেমন ইনস্পেকটর রাজ বন্ধ হয়েছে, তেমনি পরিবহন ক্ষেত্রও উপকৃত হয়েছে। উপকার পেয়েছে ছোট, মাঝারি শিল্প। অর্থমন্ত্রী জানালেন, বিগত এক বছরে জিএসটি বাবদ রাজস্ব বেড়েছে ৮.১২%। আর্থিক অঙ্কে এই পরিমাণ ১লক্ষ ১০হাজার ৮২৮ কোটি টাকা।































































































































