এলআইসি-র শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, বিরোধিতা সব মহলে

0
2

বাজেটে এলআইসি অর্থাৎ জীবন বিমা নিগমের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদে বাজেটে পেশ করার সময় একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এলআইসি-র সবচেয়ে বড় অংশীদার কেন্দ্রীয় সরকার নিজের শেয়ার বিক্রি করবে। এ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কারণ, এই সিদ্ধান্তের জেরে এলআইসি-তে সরকারের নিয়ন্ত্রণ থাকছে না। ফলে বিনিয়োগে থাকছে না সরকারি নিরাপত্তা। এর জেরে চিন্তায় বিনিয়োগকারীরা। কারণে, এই পরিস্থিতিতে বাজারের ওঠা-নামায় বিনিয়োগে প্রভাব পড়বে। শুধু তাই নয়, যে সরকারি নিরাপত্তা সেটাও থাকবে না বলে আশঙ্কা।

বাজেট পেশের পরেই এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে এলআইসি-র কর্মচারী ইউনিয়ন। কারণ, সংস্থা বেসরকারিকরণের পথে হাঁটলে তাদের চাকরি ক্ষেত্রেও সংশয় দেখা দেবে। একই সঙ্গে কর্মচারী ইউনিয়নের মতে, এলআইসি-তে টাকা রাখলে এতদিন যে নিরাপত্তা ছইল সেটাও থাকবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধীরা। তবে, কয়েকজন অর্থনীতিবিদের মতে, এলআইসি পরিচালনার ক্ষেত্রে অস্বচ্ছ্বতার কারণেই এই পথে হাঁটছে কেন্দ্র।

আরও পড়ুন-বাজেট পেশের শুরু থেকেই পড়ল সেনসেক্স, নিফটি