আর কিছুক্ষণ পরেই বাজেট পেশ

0
5

সকাল ১১টায় বাজেট পেশ কেন্দ্রীয় সরকারের। ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও তাঁর ডেপুটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সেরে মন্ত্রিসভার বৈঠকে বসছেন। ২০১৯-এ নির্মলা প্রথম বাজেট পেশ করেন। যদিও তা পূর্ণাঙ্গ বাজেট ছিল না। ফলেভদেশের আর্থিক অধঃগতির মাঝে এই বাজেট নির্মলার কাছে চ্যালেঞ্জের বাজেট। ব্রিফকেসে নয়, সোনালি রিবন দেওয়া লাল কাপড়ে মুড়ে তিনি বাজেট কপি নিয়ে সংসদে প্রবেশ করবেন।