বিক্ষোভের নামে হিংসা দেশকে দুর্বল করে, সিএএ নিয়ে মন্তব্য রাষ্ট্রপতির

0
4

বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের সেন্ট্রাল হলে যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, বিক্ষোভের নামে সহিংসতা দেশকে দুর্বল করে। তবে কেন্দ্রীয় সরকার এটাও বিশ্বাস করে যে বিতর্ক গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে।
সংসদের গত অধিবেশনে পাস হয় সংশোধিত নাগরিকত্ব আইন। তারপরেই দেশ জুড়ে বিক্ষোভের ঝড় আছড়ে পড়ে। বেশ কিছু জায়গায় চলে হিংসা ও হানাহানির মতো ঘটনাও। সিএএ নিয়ে বিরোধীদের বক্তব্য, নতুন নাগরিকত্ব আইন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। দেশের এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই বক্তব্য যথেষ্টই অর্থবহ বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি বলেন, “আমি খুশি যে সংসদের উভয় সভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাস করিয়ে আসলে মহাত্মা গান্ধির ইচ্ছা পূরণ করা হয়েছে”।
যদিও সংসদের যৌথ অধিবেশনে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষ নিয়ে কথা বলায় বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্যের বিরুদ্ধে স্লোগান তোলেন, কিন্তু তাঁর বক্তব্যের তারিফ করতে শোনা যায় বিজেপি সাংসদদের। সেই সময় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরাও রাষ্ট্রপতির ভাষণের সাধুবাদ জানান।