আফগানি মর্টার-শেলে কেঁপে উঠল পাকিস্তান

0
5

এবার আফগানিস্তান দুটি মর্টার শেল ছুড়ল পাকিস্তানে। পাক সেনা বাহিনী এই ঘটনার কথা স্বীকার করেছে। গত ২০১৯-এ অক্টোবরে পাকিস্তান আফগান বর্ডার জুড়ে কার্পেট বম্বিং করে। ঘটনা কুনারের নারী জেলায়। এই হামলায় তিন মহিলার মৃত্যুও হয়। তার পাল্টাই এই আফগান হানা বলেই ধারণা করা হচ্ছে।

আফগান অভিযোগ, পাক সেনা ৬০জন আফগানকে গোপনে দলে টেনে তাদেরকেই আফগান বিরোধী অপারেশনে নামিয়ে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। আর এই আফগানি জঙ্গিদেরও কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানোর ফন্দি এঁটেছে।