মুখ খুলেও মোদির কথায় নেই গুলি কাণ্ডের কথা!

0
2

সংসদের অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী মুখ খুললেন। তবে সেখানে নেই কোনও সমস্যার কথা, নেই দিল্লির বুকে ঘটে যাওয়া গুলি কাণ্ডের কথা কিংবা সিএএ-এনআরসির কথা। তিনি বললেন, সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ভারতের যা আর্থিক অবস্থা রয়েছে, তার থেকে আরও উন্নতি হবে। প্রগতি হবে। অন্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাবে। কিন্তু দেশের আর্থিক পরিস্থিতি যে নিম্নমুখী হয়েছে সে কথাও নেই  তাঁর কথায়।