দুটাকা কেজি গম থেকে ই-স্কুটার। আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে পরিস্রুত পানীয় জল। উন্নয়নের চমক দেওয়া প্রতিশ্রুতি নিয়ে শুক্রবার দিল্লি বিধানসভা ভোটের সপ্তাহখানেক আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি মনোজ তেওয়ারি, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি, প্রকাশ জাওড়েকর, হর্ষবর্ধন প্রমুখ। দিল্লির কলোনিগুলিতে সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ক্ষমতায় এলে গরিব দিল্লিবাসী পাবে দুটাকা কিলো গম, কলেজ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছাত্রীদের দেওয়া হবে ই-স্কুটার।































































































































