দুপুরের মহানগর দেখে মনে হচ্ছে সন্ধে নেমে গিয়েছে। রীতিমতো হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। দুপুরেই আকাশ জুড়ে কালো মেঘ। তার সঙ্গে তুমুল ঝড়ো হাওয়া বইতে শুরু করে এরপরই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। শুধু তাই নয়, আকাশ এত কালো করে রয়েছে, যে হেডলাইট ছাড়া গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, যে সরস্বতীপুজো এবং তারপরের দিন পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হবে। সেই পূর্বাভাস মতোই এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা গড়াতেই অন্ধকার ঘনিয়ে আসে। তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গ জুড়ে একই পরিস্থিতি। হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। মেঘ কেটে রোদ দেখা দেবে।