রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে কটাক্ষ করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্য সরকারের বিরোধীতা করাই ওনার একমাত্র কাজ।”
এদিন কলকাতার ময়দানে গান্ধীজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে জাতীর জনকের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল জগদীপ ধনকর ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এরপরই সুব্রতবাবু এই মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিরোধী নেতা নাকি রাজ্যপাল হিসাবে উনি শপথ নিয়েছেন, তা আমার জানা নেই।”