শীত পেরলেই নিরাপদ দেশবাসী! করোনা শেষ গরমে

0
12

করোনাভাইরাস জাঁকিয়ে বসেছে চিনে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে মারা যাচ্ছে বহু ক্রমশ ছড়িয়ে পড়েছে ভারতেও। নোভেল করোনা ভাইরাস সাধারণত ঠাণ্ডা জ্বর ইনফ্লুয়েঞ্জার মত। এই ভাইরাসের লক্ষণ সাধারণত হাঁচি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি। করোনা ভিরিডি ফ্যামিলির অন্তর্গত একটি গ্রুপ অব ভাইরাস। গোটা পৃথিবীতেই যত রকমের ভাইরাস রোগ সৃষ্টি করে, তার বেশির ভাগই আরএনএ ভাইরাস। করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে শীতকালটা একটু নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে চলতে হবে। গরম পড়ে গেলে এই ভাইরাস কুপোকাত। অর্থাৎ নোবেল করোনাভাইরাস এর লেশমাত্র কিছুই থাকবে না। করোনা ভাইরাসের আক্রমণ বেশিরভাগই ঠান্ডার দেশে দেখা যায়। এই একই কারণে আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জায় প্রাণহানি কম হয়। অতএব শীত পেরলেই দেশবাসী নিরাপদ।