টাটা দু’দিন সরস্বতীপুজোতে রাজ্যজুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। সঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ। বুধবারের পর আজ বৃহস্পতিবারও রোদের দেখা নেই।
তবে এবার কিছুটা ভালো খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। বেলা বাড়ার সাথে সাথেই আকাশ পরিষ্কার হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামীকাল শুক্রবার থেকেই নামবে তাপমাত্রার পারদ। শনি ও রবিবার জমিয়ে শীত পড়বে বঙ্গে।
তবে আগামী ২৪ ঘন্টাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু এলাকায়। আগামীকাল বৃষ্টি হবে দার্জিলিং সংলগ্ন এলাকায়।