ধৃতদের ছেড়ে ‘প্রকৃত’ দোষীদের ধরার দাবিতে পথ অবরোধ

0
5

জলঙ্গির সাহেবনগরের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩। ঘটনায় আবুল কালাম বাশার, রফিকুল ইসলাম ও কনক শেখকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই গ্রেফতারি ঘিরে অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের অভিযোগ, প্রকৃত দোষীদের ছেড়ে স্থানীয় বাসিন্দাদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ছাড়ানোর দাবি এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথে নামেন স্থানীয়রা।

এদিকে, বৃহস্পতিবার, স্থানীয়রা দুই মৃত ব্যাক্তির দেহ কবরস্থ না করে সাগরপাড়া-রানিনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি, ঘটনায় অভিযুক্ত তহিরউদ্দিন মণ্ডল ও মিল্টন মণ্ডলকে তাঁদের হাতে তুলে দিতে হবে। যতক্ষণ না পুলিশ অভিযুক্তদের গ্রামবাসীদের হাতে তুলে দিচ্ছে, ততক্ষণ বিক্ষোভ চলবে। পরে, পুলিশ গিয়ে দোষীদের ধরার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পরে মৃতদের সমাধিস্থ করা হয়েছে।

আরও পড়ুন-রাজ্যে ৩টি নয়া শিল্পতালুক, কোথায়?