পরপর দুদিন বন্ধ ব্যাঙ্ক, প্রভাব পরবে এটিএমেও

0
3

ধর্মঘট ও ছুটি মিলিয়ে পরপর বন্ধ থাকবে ব্যাঙ্ক। শুক্র শনিবার ব্যাঙ্ক ধর্মঘট এবং রবিবার ছুটি। এই ধর্মঘটের প্রভাব পরবে এটিএম গুলিতেও। ব্যাঙ্ক কর্মী সংগঠনের তরফ থেকে দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে।

প্রধানত, ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর তরফ থেকে বেতন কাঠামো পুনর্বিন্যাস ও সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অল ইন্ডিয়ান ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন-এর তরফ থেকে জানানো হয়েছে, দু’দিনের এই ধর্মঘটের পরে ১১, ১২ ও ১৩ মার্চ অবস্থান বিক্ষোভ করবে ব্যাঙ্ক কর্মীরা ৷ দাবি না মানলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট হবে। ধর্মঘট এড়াতে, বৃহস্পতিবার কর্মী-অফিসারদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ ইউএফবিইউ-এর সঙ্গে বৈঠকে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ। সেই বৈঠকে আলোচনা ব্যর্থ হওয়ায় পূর্ব ঘোষণা মতো শুক্র ও শনিবার, দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছেই বলে দাবি ইউএফবিইউ-র।

আরও পড়ুন-চিন থেকে বাড়ি ফিরতে চান আরিফ, পথ চেয়ে পরিবার