প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসাবে  ইতিহাস গড়লেন বালা দেবী, কেন জানেন?

0
3

ইতিহাস গড়লেন মণিপুরের বালা দেবী।ভারতের জাতীয় মহিলা ফুটবল দলের এই সদস্য এখন খবরের শিরোনামে । রেঞ্জার্স ফুটবল ক্লাবে সই করলেন । প্রথম ভারতীয় মহিলা হিসাবে  ইউরোপের কোনও ক্লাবের সঙ্গে পেশাদার ফুটবলার হিসেবে চুক্তিবদ্ধ হলেন তিনি ।ঐতিহাসিক চুক্তির পর বালা দেবী জানিয়েছেন, “ইউরোপের অন্যতম সেরা ক্লাবের হয়ে ফুটবল খেলার সুযোগ পাব,তা স্বপ্নেও ভাবিনি।”
বিখ্যাত এই স্কটিশ ক্লাব তাদের প্রথম এশিয়ান ফুটবলার হিসাবে বালা দেবীকে সই করাল । ৫২ গোল করে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ গোলদাতা এই মুহুর্তে ২৯ বছর বয়সী এই ফুটবলারই।
তিনি জানিয়েছেন, নভেম্বরে রেঞ্জার্সে ট্রায়ালে গিয়েছিলেন । তারপরই ভারতীয় এই ফুটবলারের সঙ্গে ১৮ মাসের চুক্তি করার সিদ্ধান্ত নেয় স্কটিশ ক্লাবটি।