রাজ্যপাল জগদীপ ধনকড় যখন পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলছেন, তখন তাঁর বিরুদ্ধেই সৌজন্য না দেখানোর পাল্টা অভিযোগ তুললেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিদ্যুৎমন্ত্রীর কথায়, তিনি ও স্বরাষ্ট্রসচিব রাজ্যেপালকে গান্ধীঘাটে স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন। রাজ্যপাল গাড়ি থেকে নামার পরে তাঁরা হাত জোড় করে নমস্কার করেন। কিন্তু উনি কোনও প্রতি নমস্কার না করে, কোনও রকম সৌজন্য প্রকাশ না করেই চলে যান। পরে অনুষ্ঠান শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ধনকড়। এটা পূর্বকল্পিত বলে অভিযোগ করেন বিদ্যুৎমন্ত্রী। তাঁর মতে, গান্ধীঘাটের এদিনের অনুষ্ঠানে গিয়ে এই ধরনেই অভিযোগ কোনও ভাবেই অভিপ্রেত নয়। রাজ্যপালের ব্যবহারের তীব্র নিন্দা করেন বর্ষীয়ান তৃণমূল নেতা। এমনকী, পুলিশ আধিকারিকরা রাজ্যপালের প্রতি যথোপযুক্ত সম্মান দেখাননি বলে যে অভিযোগ করেছেন ধনকড়, সেটাও বিরোধিতা শোভনদেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-“বিরোধী নেতা নাকি রাজ্যপাল হিসাবে উনি শপথ নিয়েছেন?” ধনকড়কে কটাক্ষ সুব্রতর





























































































































