রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবনগরে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার সকালে, রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। অভিযোগ, সেখানেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। গুলি চালানো হয়। গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। গুরুতর জখম দুজনকে জলঙ্গি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।