প্রশান্ত কিশোর তৃণমূলের সহসভাপতি হয়ে রাজ্যসভায়?

0
3

নীতিশকুমার অপমানজনকভাবে তাড়িয়েছেন প্রশান্ত কিশোরকে। একবার মনে করিয়ে দিয়েছেন প্রশান্ত অমিত শাহর লোক।শাহের কথাতেই সংযুক্ত জনতা দলের পদে নিয়েছিলেন তাঁকে। একবার বলেছেন প্রশান্ত বিপজ্জনক।

আপাতত জল্পনা, প্রশান্ত কিশোর কি তৃণমূলে যোগ দিচ্ছেন? ভোটগুরু প্রশান্তকে কি সহসভাপতি করে রাজ্যসভায় পাঠানো হচ্ছে? দলের মধ্যেই আলোচনা বাড়ছে। তবে এর কোনো কনফার্মেশন এখনও নেই। শোনা যাচ্ছে, নীতিশ অপমান করলেও তৃণমূল প্রশান্তর পাশে দাঁড়াতে চায়।