এনআরসি ও সিএএ -এ বিরোধী আন্দোলনের প্রভাব সরস্বতীপুজোর অঞ্জলিতেও। হুগলির রিষড়ার ১৭নম্বর ওয়ার্ডের সবুজ সাথী ক্লাবে সরস্বতীর পুজোর মন্ত্রের পাশাপাশি প্রার্থনা করা হয়, যাতে এনআরসি লাগু না করা হয়। স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সরকার বলেন, “সিএএ-এনআরসি-র বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের ডাক দিয়েছেন তা সারা দেশেই ছড়িয়ে পড়েছে। তাই সরস্বতী পুজোর সকালে আমরা মায়ের কাছে এনআরসির বিরুদ্ধে যাতে মানুষ গর্জে ওঠে সেই প্রার্থনা জানালাম”।
পুজোমণ্ডপও এনআরসি এবং সিএএ-এর বিরুদ্ধে নানা ধরনের পোস্টার দিয়ে সাজানো হয়েছে।
এর পাশাপাশি, প্লাস্টিক বর্জনের যে বার্তা দিতে মণ্ডপের কোথাও, কোনও প্লাস্টিক ব্যবহার করা হয়নি। নানা ধরনের পোস্টারের মাধ্যমেও বার্তা দেওয়া হয়েছে।





























































































































