“উনি জন্তু-জানোয়ারের থেকেও অধম, মানুষ নামের অযোগ্য!” দিলীপের কড়া সমালোচনায় পার্থ

0
6

ফের রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সরস্বতী পুজোর দিন এক সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দিলীপ ঘোষ একজন অসভ্য-অর্বাচীন-বর্বর। জন্তু-জানোয়ারের থেকে ভালো। তাদের মধ্যেও অন্তত মায়া-মমতা আছে। কিন্তু দিলীপ ঘোষের মধ্যে তা নেই। উনি মানুষ নামের অযোগ্য।” দিল্লির শাহিনবাগ নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বিতর্কিত মন্তব্য-এর জন্য এমন প্রতিক্রিয়া দিলেন তৃণমূল মহাসচিব।

গতকাল, মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষের। তিনি বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি–এনপিআর–এর বিরুদ্ধে শাহিনবাগে ধর্নায় বসা বিক্ষোভকারীদের প্রতি ঘৃণা প্রদর্শন করে তাঁদের মৃত্যু পর্যন্ত কামনা করেছিলেন বলে অভিযোগ!‌ শাহিনবাগ নিয়ে দিলীপ ঘোষের গলায় প্রশ্ন ছিল, ‘‌মহিলা, শিশুরা ৪–‌৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিনে–রাতে ওখানে বসে আছে। কেউ মরেও না। কেন মরছে না?‌ ওরা কী অমৃত খাচ্ছে?‌’ এদিন পার্থবাবু বলেন, “নোট বন্দির সময় ১০০জন মানুষ মারা গিয়েছিল। সেটা কি দীলিপবাবু জানতেন না? এরা নাকি আবার দেশ চালাবে। ওনার হাফ-প্যান্ট পরে লেফট-রাইট করা উচিত।”

প্রতিবাদের ভাষা হিসাবে গান্ধী মূর্তির পাদদেশে ছবি আঁকাকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছিলেন, “মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন ছবি আঁকে, গান করে, গিটার বাজায়।’‌ এদিন তারও উত্তর দিয়েছেন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আসলে হতাশ তারাই, যারা গান গাইতে পারে না। যারা গিটার বাজাতে পারে না। ছবি আঁকতে পারে না। অন্যদের এই গুণগুলো দেখলে তাদের নিজেদের মধ্যে হতাশা তৈরি হয়। আর সেই হতাশা থেকেই দিলীপ ঘোষ ভুলভাল বকছেন।”