সরস্বতীপুজোয় প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান সহ ঘরে ঘরে বাগদেবীর আরাধনা। কিন্তু সকাল থেকে খালি পেটে পুরোহিতের অপেক্ষায় থাকতে ধৈর্য হারা হয়ে পড়েন মাথাভাঙার পুজো উদ্যোক্তারা। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পুরোহিত। তাঁকে এক প্রকার হাইজ্যাক করার চেষ্টা করেন এক পুজো কমিটি। কিন্তু তাঁর তখন অন্য জায়গায় পুজো করতে যাওয়ার কথা। নারাজ পুরোহিতকে ধরে রীতিমতো টানাহ্যাঁচড়া শুরু হয়ে যায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুজো উদ্যোক্তা ও পুরোহিতের এই টানাটানি দেখে হতভম্ব সকলে।
পুরোহিত সন্তোষ বাগচী জানান, “এত পুজো, কোথায় আগে গিয়ে পুজো করব তা ভেবে পাচ্ছি না। মাথা ঘুরে যাচ্ছে। সকলেই বলছে আমারটা আগে করতে হবে। তাই কথা দিয়েও কথা রাখতে পারছি না। বাধ্য হয়ে এক পুজো উদ্যোক্তারা আমাকে টেনেহিঁচড়ে তাদের পুজো প্যান্ডেলে নিয়ে গিয়ে পুজো করান।”
পুজো উদ্যোক্তারা বলেন, পুরোহিতের আকাল। কয়েকজন পুরোহিতকে বলার পরেও কেউ সময় মতো আসছেন না। উপোস থেকে অঞ্জলি দিতে হবে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরে বাধ্য হয়ে রাস্তায় নামেন তাঁরা। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন ওই পুরোহিত। জোর করেই তাঁকে প্যান্ডেলে নিয়ে গিয়ে পুজো করান বলে স্বীকার করেন উদ্যোক্তারা।