‘ছপাক’-কে ছাপিয়ে ‘তানাজি’ ২৫০কোটির দিকে

0
4

দীপিকা পাডুকনের সিনেমা ‘ছপাক’-কে ছাপিয়ে গেল কাজল, অজয় দেবগন, সাইফ আলি খানের সিনেমা ‘তানাজি’। ‘তানাজি’ খুব শীঘ্রই ২৫০ কোটির ব্যবসা করবে বলে আশা প্রকাশ করছেন কাজল। অজয় দেবগণ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘তানাজি’-র সাফল্য নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। ইতিমধ্যেই ‘তানাজি’ প্রায় ২০০ কোটির ব্যবসা করেছে বলে খবর।

‘ছপাক’ যেখানে ১৬ দিনে ১১৮.৯১ কোটির ব্যবসা করেছিল, সেখানে ‘তানাজি’ আড়াইশো কোটি মুখে।