বিজেপির বেলাগাম ভাষণ অব্যাহত। দিলীপ-সায়ন্তনের পর আবার সৌমিত্র খাঁ। এর আগে বুদ্ধিজীবীদের ‘কুকুর’ বলেছিলেন। এবার বিজেপির এই সাংসদ বাঁকুড়ায় সিএএ-র প্রচারে নেমে বললেন, পুরভোটে যদি গত পঞ্চায়েতের মতো অবস্থা হয়, ভোট লুঠ আর সন্ত্রাস হয়, তাহলে তৃণমূলের পিটিয়ে পিঠের ছাল-চামড়া তুলে দেব। আর পুলিশ যদি কোনওরকম বাধা দেওয়ার চেষ্টা করে তবে তাদের কী করে আটকাতে হয়, আমরা তা জানি। নইলে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিতেও আমরা জানি। গত লোকসভা ভোটে মানুষ এর জবাব দিয়েছে, আগামী দিনে পুরসভা বা বিধানসভা ভোটে তার প্রমাণ দেবেন।





























































































































