নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জির সমর্থনে গলা ফাটাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সন্ধেয় দিল্লির বাবরপুর অঞ্চলে নির্বাচনী সভায় আচমকা ছন্দ পতন। বিজেপির প্রচার সভায় এক ছাত্র সিএএ-র বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। উপস্থিত বিজেপির কর্মী-সমর্থকরা তাঁকে ধরে ফেলেন। মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, তাঁর দিকে চেয়ার ছুড়েও মারা হয়। বিষয়টি নজরে পড়ে স্বয়ং অমিত শাহের। তিনিই সবাইকে সামলান। জনতাকে বলেন, “ওকে ছেড়ে দিন”। পালটা কর্মী-সমর্থকদের ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বলেন। ছাত্রটিকে সভা থেকে নিরাপদে বার করে নিয়ে যেতে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, জনতা ছেলেটির দিকে চেয়ার ছুড়ছে। সভায় উপস্থিত অন্যান্য বিজেপি নেতারা জানাতে পারেননি তরুণটিকে। পুলিশ সূত্রে খবর, ২১ বছর বয়সী ছেলেটির বাড়ি দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার অঞ্চলে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং-এর ছাত্র। থানায় নিয়ে গিয়ে তাঁকে জেরা করে পুলিশ। তাঁর কাছে কোনও পরিচয়পত্র ছিল না। পরে ছাত্রটিকে ছেড়ে দেওয়া হয়। তবে, নিরাপত্তার স্বার্থে তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































