নজরদারির জন্য ফের সীমান্ত লঙ্ঘন করলো পাকিস্তান। এবার জম্মুর আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানের একটি ড্রোন চলে আসে। সেই পাক ড্রোনকে গুলি করে নামায় বিএসএফ।
এই ঘটনার পর বিএসএফের জম্মু ফ্রন্টিয়ারের আইজি এন এস জামওয়াল জানিয়েছেন, আর্নিয়া বেল্টের ফরোয়ার্ড পোস্টের কাছে ওই ড্রোনটিকে গুলি করে নামানো হয়। তবে ওই ড্রোনটিতে ক্যামেরা ছিল না। কী কারণে সেটি উড়ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসেই পঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত এলাকায় একটি পাক ড্রোনকে নামাতে গুলি চালিয়েছিল বিএসএফ। এবার সেই ঘটনা ঘটলো জম্মুতে































































































































