স্কুলের নাটকে ছিল সিএএ-এনআরসি বিরোধিতা করে নানা মুহূর্ত। আর তার জেরে বিদোর এলাকায় ধুন্ধুমার কাণ্ড। কলেজে তালা লাগিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, এবিভিপি এই স্কুল পড়ুয়াদের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছে। স্কুলের একটি নাটকে পড়ুয়ারা সরাসরি সিএএ, এনআরসি বিরোধী স্লোগান দেন। সেই নিয়েই বিতর্ক বেধেছে৷ এবিভিপির আবার আগ বাড়িয়ে একটি স্কুল পড়ুয়াদের বিরুদ্ধে মামলা করার ঘটনায় চটেছেন কর্নাটকের একটি মহল।































































































































