“কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে?”বিজেপিকে তোপ মমতার

0
2

“কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে?”নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র যুব কর্মশালায় এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়{ এরই পাশাপাশি আজকের কর্মশালা থেকে আগামী মাসে CAA-এর বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷ ৫ ফেব্রুয়ারি CAA-র প্রতিবাদে মানববন্ধন এবং ৬ ও ৭ ফেব্রুয়ারি রাজ্যের সর্বত্র মৌন মিছিলের ডাক দিলেন তিনি ৷ একইসঙ্গে ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি ছাত্র ও যুবদের এলাকার মানুষদের সঙ্গে কথা বলে CAA বিরোধী জনমত গঠন করতে বললেন মমতা৷
নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি প্রসঙ্গে BJP-কে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো বললেন, “এক রঙে দেশ চলে না” ৷ আজকের কর্মশালা থেকে রাজ্যের একাধিক এলাকায় BJP-র অভিনন্দন যাত্রাকেও কটাক্ষ করেন তিনি৷ একইসঙ্গে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷