অবশেষে মুখ খুললেন, ধর্ম নিয়ে বিজেপিকে কী বার্তা দিলেন শাহরুখ!

0
3

নাগরিকত্ব আইন নিয়ে দেশ উত্তাল হলেও কিং খান অর্থাৎ শাহরুখ মুখে কুলুপ এঁটে ছিলেন। তাঁর নিজের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর পুলিশি হামলা, লাইব্রেরিতে পুলিশি লাঠি চার্জ হওয়ার পরেও একটিও কথা বলেননি। কিন্তু ধর্মীয় পরিচিতি নিয়ে তাঁর অবস্থান ঠিক কোথায়, তা বুঝিয়ে দিয়ে শাসক দলকে বার্তা দিলেন, দেশটা এইরকমই হওয়া উচিত।

একটি ডান্স রিয়্যালিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে বললেন, আমরা মানে আমার পরিবার কখনও হিন্দু-মুসলিম নিয়ে আলোচনা করিনি। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলিম। আর আমার সন্তানরা হিন্দুস্তান। স্কুলে ভর্তি হওয়ার সময় ফর্মে ভরতে হয়, কোন ধর্মের! তো আমার মেয়ে তখন ছোট ছিল। আমায় একদিন জিজ্ঞাসা করল, পাপা আমাদের ধর্ম কী? আমার উত্তর ছিল আমি- আমরা ভারতীয়। এর বাইরে অন্য কোনও ধর্ম হওয়া উচিতও নয়।

 

শাহরুখের এই মন্তব্য আপাতত দেশ জুড়ে ভাইরাল। এই ডান্স রিয়্যালিটি শোয়ের এপিসোডটি শনিবার সম্পচার হয়। শাহরুখের এই মন্তব্য শোনার জন্য কয়েক লক্ষ্যবার দর্শক অনুষ্ঠানটি দেখেছেন। কিন্তু শাহরুখ ঘুরিয়ে কেন্দ্রের শাসক দলকে যে বার্তা দিয়েছেন তা মোদি-শাহের কানে পৌঁছেছে কিনা জানা যায়নি।