বলাগড়ে স্কুলছাত্রী খুনে ফাঁসির সাজা ঘোষণা। ২ দোষীর ফাঁসির সাজা ঘোষণা করেছে চুঁচুড়া আদালত। অপর অভিযুক্ত নাবালক হওয়ার তার বিচার চলছে জুভেনিয়াল আদালতে।
২০১৪ সালে ষষ্ঠশ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ৩ দুষ্কৃতী। ২লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তারপর তাকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। মৃত্যুর পরে তাকে ধর্ষণও করা হয়। ঘটনার কয়েকদিনর মধ্যেই তিন অভিযুক্ত গৌরব মণ্ডল ওরফে শানু, কৌশিক মালিক সহ এক নাবালককে গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৬৩,৩৬৪/এ, ৩৭৬(২), ৩০২, ২০১, ৩৪ ও ৬ পকসো ধারায় মামলা রুজু হয়। একজন নাবালকের জুভেনিয়াল আদালতে বিচার চলছে। অন্য দুই অভিযুক্তকে গত ২১তারিখ দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। সোমবার, তাদের প্রাণদণ্ডের নির্দেশ দেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ মানসরঞ্জন সান্যাল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.