সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিল অষ্টম শ্রেণির পড়ুয়া

0
7

সরস্বতী পুজো দরজায় কড়া নাড়ছে। বসন্ত পঞ্চমী তিথিতে এই পুজোকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তাই কুমোরটুলির প্রতিমাশিল্পী থেকে পাড়ার ক্লাব, স্কুল কলেজের পড়ুয়া থেকে শিক্ষক,শিক্ষিকা সকলেই নিজের পরিসরে ব্যস্ত।

এভাবেই ছোটবেলায় কাদা-মাটি, জল দিয়ে তালগোল পাকানোর সময় থেকে প্রতিমা তৈরির সাধ জাগে হুগলির দাদপুর থানার অন্তর্গত কাটা গড়িয়া গ্রামের বাসিন্দা বছর চোদ্দর সুদীপ মালিকের। শেষ পর্যন্ত মা-ঠাকুমার উৎসাহে তার সেই সাধ পূরণ হল। প্রতিমা শিল্পী হিসাবে সুদীপের হাতেখড়ি হল এবছর। তাও সরস্বতী প্রতিমা তৈরি করে। এবছরই প্রথম প্রতিমা তৈরি করল অষ্টম শ্রেণির এই ছাত্রটি। তবে একটা নয়, দুটো নয়, প্রথম বছরেই ছক্কা হাঁকিয়ে ছটি সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সে। চমকের এখানেই শেষ নয়। পাঁচটি প্রতিমা ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে । তাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তার পরিবার।

অন্যদিকে নিজের হাতে তৈরি প্রতিমা পুজো করবে বলে একটি প্রতিমাকে যত্ন করে নিজের কাছে রেখেছে এই কিশোর মৃৎশিল্পী।
তার পরিবার তো দূর অস্ত, আশেপাশের গ্রামগুলিতেও প্রতিমা তৈরির কাজ করেন না কেউ। শুধুমাত্র নিজের চেষ্টায় প্রথমবার প্রতিমা তৈরি করল এই কিশোর। আগামীদিনে আরও প্রতিমা তৈরি করারও ইচ্ছা প্রকাশ করেছে সুদীপ। তার এই কীর্তিতে গর্বিত প্রতিবেশীরাও।