চাহ্বাল হ্যালো বলতেই গ্যাপ্টিল বললেন… হায় গা…ড…!

0
2

হাসতে হাসতে রোহিত শর্মার উল্টে পড়ে যাওয়ার জোগাড়। স্টার টিভির ভাষ্যকার হেসে লুটোপাটি। আর সানি গাভাসকার মুখ টিপে হাসছেন। কারণ, কী বলবেন ভেবে পাচ্ছেন না।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধুমাধার জয়ের পর ভারতীয় দল মাঠে নেমেছে হাত মেলাতে। চাহ্বালও নেমেছেন। স্টারের অ্যাঙ্কারের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে দু’চার কথা বললেন। এমন সময় দেখা গেল দশ হাত দূরে রোহিতের সঙ্গে কথা বলছেন গ্যাপ্টিল। চাহ্বাল সেখানে গিয়ে বললেন, হায় বয়েজ, হোয়াটস হ্যাপেন? রোহিত কিছু বলার আগেই গ্যাপ্টিল বলে উঠলেন মারাত্মক সেই শব্দ… হ্যায় গা… রোহিত হাসতে হাসতে ছিটকে গেলেন। চাহ্বাল অবশ্য এতটুকু না ঘাবড়ে হিন্দিতেই গ্যাপ্টিলকে প্রশ্ন করলেন। তিনি বুঝতে পারছেন না বলাতে চাহ্বাল ইংরেজিতে বললেন, আই কান্ট স্পিক ইংলিশ… কিন্তু গ্যাপ্টিল যে চাহ্বালকে এমন উত্তর ফেরত দেবেন, তা ঘুণাক্ষরেও ভাবা যায়নি। যা নিয়ে ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমে হাসির ফোয়ারা।