ইরাকের মার্কিন দূতাবাসে রকেট হামলা। রবিবার, বাগদাদের ‘গ্রিন জোনে’ ৫টি রকেট হামলা চালায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, মার্কিন দূতাবাসের ক্যাফেটিরিয়ায় প্রথমে আঘাত হানে একটি রকেট। এরপর একের পরে হামলা চালানো হয়। এর জেরে দূতাবাস ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার তীব্র নিন্দা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। দূতাবাসের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেদেশের প্রশাসনের কাছে আবেদন করেছে আমেরিকা। যদিও এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। যদিও হামলার ধরন দেখে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া কোনও সংগঠনই এই হামলার চালিয়েছে বলে অনুমান।
আরও পড়ুন-করোনা আতঙ্ক কলকাতায়! উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি ‘তে ভর্তি এক চীনা তরুণী




























































































































