রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ পার্থর

0
2

রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ হল। সোমবার তা পেশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেরল, পাঞ্জাব, রাজস্থানের পর এবার রাজ্য বিধানসভায় পেশ হল এই প্রস্তাব। বিধানসভায় শুরু হয়েছে আলোচনা। বাম-কংগ্রেস বিধায়করা স্পিকারের কাছে প্রস্তাব পেশ করেন আলোচনার জন্য। সপ্তাহখানেক আগেই বিরোধীদের চাপে পড়ে এ নিয়ে বিধানসভায় প্রস্তাব পেশে মুখ্যমন্ত্রী অনুমোদন দেন। এরপরই দিন ঘোষণা করেছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।এর আগে কেরলে পিনারাই বিজয়ন সরকার, পাঞ্জাবে অমরিন্দর সিং সরকার এবং রাজস্থানের অশোক গেহলটের সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব পাশ করেছে নিজেদের বিধানসভায়।
CAA’র জাতীয় স্তরে বারবার বিরোধিতায় সরব হলেও, রাজ্য বিধানসভায় এ নিয়ে প্রস্তাব পেশ করতে চেয়ে বাম-কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিরোধিতা সত্ত্বেও মমতা সরকার প্রস্তাব পেশের আবেদন খারিজ করে দেওয়ায় দ্বিচারিতার অভিযোগও ওঠে।