আজ থেকে ছাত্র যুব সম্মেলন শুরু মমতার

0
2

আজ সোমবার শুরু। চলবে কাল মঙ্গলবার পর্যন্ত। তৃণমূলের ছাত্রযুব সম্মেলন। নেতাজি ইন্ডোরে। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষনেতৃত্ব। এখনকার পরিস্থিতিতে ছাত্রযুবদের কর্তব্য শেখাবে দল। আর সেই সঙ্গে নতুন মুখ খুঁজে আনার প্রক্রিয়া চালাবেন নেত্রী। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এসে গেছেন। অভিষেকের দপ্তর থেকে গোটা পর্বটি অভিনব পরিকল্পনায় সাজানো হয়েছে।