নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে ছাত্র-যুবদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ছাত্র-যুবদের কর্মশালায় এনআরসি, সিএএ-র বিরোধী আন্দোলনে তৃণমূল ছাত্র-যুবদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেই তিনি বলেন, “মন, প্রাণ দিয়ে দলের কাজ করলে, আর কিছু করতে হবে না তোমাদের। ভবিষ্যত গড়ে দেব। এটা আমার কমিটমেন্ট”। চাকরির জন্য ভাবতে হবে না, এমনকী অন্য দেশে গিয়ে ঘাড় ধাক্কা খেতে হবে না বলেও প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাজের মধ্যে দিয়ে নেতা উঠে আসে। আগামী দিনের ছাত্রদের মধ্যে থেকেই নেতা সামনে আসবে বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী।
এরপরেই এই মন্তব্যের সমালোচনা করে বিরোধীরা। তাদের অভিযোগ, ভবিষ্যৎ গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যুব প্রজন্মকে জানতে চাইছেন তৃণমূল নেত্রী। তবে, তৃণমূলের তরফে জানানো হয়েছে, ভালো ভাবে কাজ করলে ছাত্র নেতাদের দলের প্রথম সারিতে নিয়ে আসা হবে একথাই বলতে চেয়েছেন নেত্রী। দলের গঠনতন্ত্র অনুযায়ী নতুনদের সুযোগ দেওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলেও তৃণমূল সূত্রে খবর। কিন্তু এসব বললেও বিরোধীদের সমালোচনায় ইতি টানা যাচ্ছে না।