এবার খোদ কলকাতা শহরে করোনা ভাইরাসের আতঙ্ক। জানা গিয়েছে, গত শুক্রবার থেকে শ্বাসকষ্ট, মাথাব্যথা, শরীরে যন্ত্রণা ইত্যাদি উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি এক চীনা যুবতী।
সূত্রের খবর, ওই তরুণী চীনের হুয়ামিন প্রদেশের বাসিন্দা। ২৮ বছরের ওই যুবতী এর আগে নামিবিয়া এবং মরিশাসে ছিলেন বলে জানা গিয়েছে। সম্প্রতি তিনি ভারতে আসেন।
আইডি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, যুবতীর শরীরে জ্বর না থাকলেও শ্বাসকষ্ট এবং মাথাব্যথা থাকায় তাঁকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকেও সতর্ক রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।