টিটাগর স্টেশনের পাশে লেভেল ক্রসিং-এর গেট খুলতে দেরি। গেটম্যানকে মারধর করার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার সকালে টিটাগর স্টেশনের পাশে দীর্ঘক্ষণ লেভেল ক্রসিং-এর গেট না খোলায় উত্তেজিত হয়ে পড়েন গাড়ি চালক ও স্থানীয় পথচলতি মানুষরা। এরপরেই ওই গেটম্যানকে মেরে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে যান তাঁরা। ঘটনার জেরে শিয়ালদহ মেইন শাখায় মিনিট কুড়ি ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে স্টেশন মাস্টার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ট্রেন চলাচল শুরু হয়।