আজ, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ হুগলির গোঘাটের পচাখালি এলাকায় একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। কামারপুকুর থেকে আরামবাগগামী বেসরকারি ওই বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার ধারে চাষের জমিতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় প্রায় ২০জন যাত্রী জখম হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহত যাত্রীদের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।





























































































































