KMC vote 82: কমে যাওয়া মার্জিন বাড়ানোটাই চ্যালেঞ্জ ববির

0
6

একবছর আগে মেয়র হওয়ার পর ওয়ার্ড উপনির্বাচনে ফিরহাদ হাকিমের জয়ের ব্যবধান দশ হাজার ছাড়িয়ে গেছিল।
আর ঠিক তার তিনচারমাস পর লোকসভা নির্বাচনে ওয়ার্ডের হিসেবে সেটা কমে নেমে গেছিল দুই হাজারের নিচে।
একে কাউন্সিলর হলেন মেয়র। তার উপর খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র। এবার তাই ববি হাকিমের মূল চ্যালেঞ্জ জয়ের মার্জিনটা আরও বাড়িয়ে নেওয়া।
এই ওয়ার্ডে যাবতীয় আগ্রহের কেন্দ্রে একটাই নাম, ওই ববি হাকিম। জনসংযোগ, জনপ্রিয়তা প্রবল। রাজনীতি ছাড়াও দুর্গাপুজো, কালীপুজো, হোলিসহ নানা উৎসবে সক্রিয় তিনি। আপদেবিপদে পাশে তিনি। চেতলা অগ্রণী ক্লাবকে প্রতিষ্ঠা করে দিয়েছেন পুজোমানচিত্রে।
মেয়র হওয়ার পর গোটা কলকাতা চষে ফেললেও নিজের ওয়ার্ড উপেক্ষিত নয়। তিনি এবং তাঁর টিম কাজ করছেন অবিরাম। নাগরিক পরিষেবা দারুণ। দুএকটি বিতর্কে ববির নাম বা ছবি জড়ালেও এলাকায় তার নেতিবাচক প্রভাব খুব কম। কংগ্রেস, বামফ্রন্ট এখানে দুর্বল। বিজেপি লোকসভায় কিছু ভোট পেলেও স্থানীয় ভোটে ববিকে টক্কর দেওয়ার মুখ নেই। ফলে ববির জয় নিশ্চিত। কৌতূহল শুধু মার্জিন বাড়ানো নিয়ে।