আগামীকাল, অর্থাৎ মঙ্গলবারের মধ্যে সরস্বতী প্রতিমা কেনার কাজ সেরে নিন। পূজা মন্ডপ-এর উপর প্লাস্টিকের আচ্ছাদন রাখুন। এভাবেই বুধবার কলকাতা-সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ওইদিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দিনভর আকাশ থাকবে মেঘলা।
হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার জোরে মঙ্গলবার রাতেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ, দুইবঙ্গেই বৃষ্টি হবে। বৃহস্পতিবার কলকাতা-সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হবে দার্জিলিং ও কালিম্পং-এ। সিকিম ও দার্জিলিং-এর পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির মধ্যেই বুধ-বৃহস্পতিবার কিছুটা বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে আবার তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবওয়া দফতর।
আরও পড়ুন-বাম ও কংগ্রেসের সমর্থনে বিধানসভায় পাশ CAA বিরোধী প্রস্তাব





























































































































