জয়বীরের কটাক্ষ ফিরিয়ে দিলেন আদনান

0
3

পদ্ম পুরস্কার নিয়ে কংগ্রেসের আক্রমণের জবাব দিলেন আদনান সামি। দেশের সর্বোচ্চ সম্মান পাওয়া নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল। কীভাবে একজন পাক বাযুসেনা পাইলটের ছেলেকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে না নিয়ে প্রশ্ন তোলেন জয়বীর। এরপরেই ট্যুইটে এই কটাক্ষের জবাব দেন সঙ্গীতশিল্পী। কংগ্রেস নেতাকে, ‘কিড’ বলে সম্বোধন করে আদনান লেখেন, “আপনার মাথা কী কোনও ক্লিয়ারেন্স সেল থেকে কেনা? নাকি সেকেন্ড হ্যান্ড স্টোর থেকে নেওয়া? বাবা-মায়ের দোষের জন্য কি সন্তানকে ক্ষতিপূরণ দিতে হয়? আইনজীবী হতে গিয়ে ল কলেজে কি আপনি এইসব শিখেছেন?”। জয়বীরের মঙ্গল কামনাও করেন সামি।

আদনান সামির বাবা পাক বায়ুসেনার অফিসার ছিলেন। তবে, লন্ডনে জন্ম হয় আদনানের। ২০১৬-তে তিনি ভারতীয় নাগরিকত্ব পান। জয়বীর বলেন, এনআরসির দোহাই দিয়ে কার্গিলের যোদ্ধা মহম্মদ শহানুল্লা বিদেশী তকমা দেওয়া হল। আর পাক এয়ার ফোর্স পাইলটের ছেলে হয়েও আদনান দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন। বিজেপি-র সঙ্গে সক্ষতের কারণেই পদ্ম সম্মানের জন্য তাঁকে নির্বাচিত হয়েছে বলে আদনানের বিরুদ্ধে অভিযোগ করেন কংগ্রেস নেতা। এরই জবাব দেন সামি।

আরও পড়ুন-ইরাকের মার্কিন দূতাবাসে রকেট হামলা