সাধারণতন্ত্র দিবসের রাজপথে ধ্রুব, বজ্র, ভীষ্ম, রুদ্র

0
2

এবার সাধারণতন্ত্র দিবসের প্যারোডে নিজের সামরিক শক্তির ক্ষমতা প্রদর্শন করল ভারত। এদিনের কুজকাওয়াজে প্রদর্শিত হয় দুটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব এবং লাইট হেলিকপ্টার উইপন সিস্টেম রুদ্র। বোয়িং পি৮আই লং রেঞ্জ মেরিটাইম প্যাট্রল বিমান, কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার এবং কলভরী ডুবোজাহাজ প্রদর্শন করল নৌসেনা। এয়ার ডিফেন্স ট্যাক্টিক্যাল রেডারের প্রদর্শন করল ১৪০ বায়ু প্রতিরক্ষা রেজিমেন্ট। ২৬৯ মিডিয়াম রেজিমেন্টের কুচকাওয়াজে নিয়ে যাওয়া হয় কে-৯ বজ্র-টি। ৮৬ আর্মার্ড রেজিমেন্টের কুচকাওয়াজে প্রদর্শিত হয় টি-৯০ ভীষ্ম।

আরও পড়ুন-জীবন বাজি রেখে কাজের সুবাদে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন রাজ্যের তিন দমকল কর্মী