এই প্রথম কেরলের সমস্ত মসজিদে উত্তোলন করা হল জাতীয় পতাকা

0
3

দেশের ইতিহাসে এই প্রথম কেরলের সমস্ত মসজিদে উত্তোলন করা হল তেরঙ্গা পতাকা। জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি রাজ্যের প্রতিটি মসজিদে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাও পাঠ করা হয়েছে।৭১তম সাধারণতন্ত্র দিবসে দেশের ঐক্য ও সৌভ্রাতৃত্বকে সুদৃঢ় করা পাখির চোখ করে এই অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে কেরলে।
CAA ও NRC নিয়ে বিক্ষোভ অব্যাহত।দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন বিক্ষোভকারীরা। বিভিন্ন রাজ্যের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৩০ জনের। এই পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন ও ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করার নির্দেশ দিয়েছে কেরল স্টেট ওয়াকফ বোর্ড।
জানা গিয়েছে, ২৫ জানুয়ারির মধ্যে কেরলের প্রতিটি মসজিদ কমিটির কাছে এই বিষয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল। সেকানে স্পষ্ট উল্লেখ করা ছিল যে রবিবার সকাল সাড়ে আটটার সময় রাজ্যের প্রতিটি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন করে তারপর সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে। এর জন্য বিজ্ঞপ্তির সঙ্গে সংবিধানের প্রস্তাবনার একটি প্রতিলিপিও দেওয়া হয়েছিল।সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান টিকে হামসা বলেন, ‘বর্তমানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ। এটা দেখেও আমরা দীর্ঘদিন ধরে চুপ থাকতে পারি না। এখনকার পরিস্থিতি দেখে মুসলিমরা আতঙ্কিত হয়ে পড়েছেন। যা আগে কোনওদিন হয়নি। তাই আমরা দেশের ঐক্যকে আরও দৃঢ় করতে ও আতঙ্কিত মুসলিমদের মধ্যে বিশ্বাস ফেরাতে এই উদ্যোগ নিয়েছি।’
এরই পাশাপাশি, সাধারণতন্ত্র দিবসে দেশের অখণ্ডতা রক্ষার শপথ নেওয়ার কর্মসূচি নেওয়া হয়। রাজ্যজুড়ে মানববন্ধন করে শাসকজোট LDF। ৭০ লক্ষ মানুষ রাজ্যের ১৪টি জেলাজুড়ে মানববন্ধন করে এক নতুন ইতিহাস তৈরি করেন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থেকে শুরু করে রাজ্যের সমস্ত স্তরের মানুষ এতে অংশ নেন।