নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সুবিচার, স্বাধীনতা, সাম্য ও সৌহার্দ্যের দায়িত্বও অর্পণ করে সংবিধান। ৭১ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে এই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই সঙ্গে মহাত্মা গান্ধীর শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করলে সংবিধান মেনে চলা সহজ হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, ‘সংবিধান আমাদের এক স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে অধিকার দিয়েছে, কিন্তু সেই সঙ্গে গণতন্ত্রের মূল নীতি যেমন ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও সৌহার্দ্যের সঙ্গে জড়িয়ে থাকার দায়িত্বও অর্পণ করেছে। এই সাংবিধানিক নীতিগুলি মেনে চলা সহজ হয় যদি আমরা জাতির জনকের জীবনদর্শন মনে রাখি। এই দায়িত্ব পালনের মধ্যে দিয়েই গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকীর সঠিক ও অর্থপূর্ণ উদযাপন সম্ভব।’
রাষ্ট্রপতি বলেন, ‘নবীনদের জন্য সবার আগে আসে দেশ। তাঁদের সাহচর্যেই আমরা নতুন ভারতের উন্মেষ প্রত্যক্ষ করছি। কোনও দাবির জন্য লড়াই করার সময় নবীনদের ভুললে চলবে না গান্ধীজির উপহার দেওয়া অহিংসার নীতি।’ দেশের প্রতিরক্ষা বাহিনীর কাজের প্রশংসা করে তাঁদের কুর্নিশ জানিয়েছেন রাষ্ট্রপতি। কুর্নিশ জানিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকেও। সম্প্রতি মহাকাশে মানুষ পাঠাতে উদ্যোগী হয়েছে ইসরো। ইসরোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এ ছাড়া দেশ গঠনে চিকিত্সক, কৃষক থেকে শিক্ষক এবং শিল্পপতি- সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ভাষণে উল্লেখ করেন তিনি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.